close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে কারাগারে কয়েদির মৃত্যু

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুর কারাগারে কারাবন্দি শামসুল হকের আকস্মিক মৃত্যু ঘটেছে। ৪৭ বছর বয়সি শামসুল হক মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বন্দরপাড়া গ্রামের মোকাম মন্ডলের ছেলে। ..

স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > দিনাজপুরের জেলা কারাগারে তিন মামলায় অন্তরিন শামসুল হক মন্ডল নামে একজন কয়েদি আজ বুধবার সকালে মারা গেছে। 

শামসুল হক মন্ডল (৪৭) রংপুরের পীরগঞ্জ উপজেলার বন্দরপাড়া গ্রামের মোকাম মন্ডলের ছেলে। 
জেল সুপার মোকাম্মেল হোসাইন জানান, গত বছরের ১৮ জুন থেকে তিন মামলায় দিনাজপুরের জেলা কারাগারে রয়েছে বন্ধী ছিল কয়েদি শামসুল হক মন্ডল। ৪০২ ধারায় তার ৫ বছরের সাজা ছিল। ওই মামলায় গত ২৬ জুন জামিনে মুক্তির আদেশ পেয়েছিল। কিন্তু দ্রুত বিচার আইনে আরেক মামলায় ২ বছরের সাজা কার্যকর থাকার পাশাপাশি আরেকটি মামলা বিচারাধীন ছিল তার বিরুদ্ধে৷ একারনে তাকে কারাগার থেকে ছাড় পায়নি সে।

আজ বুধবার ভোরে ফজরের নামাজের সময় সে হঠাৎ অসুস্হ হয়ে পড়ে৷ তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।  ময়না তদন্ত শেষে লাশ গ্রহন করতে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

Ingen kommentarer fundet