স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল নম্বর হ্যাক অথবা ক্লোন করেছে প্রতারক চক্র। এব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে সকলের প্রতি দৃষ্টি আকর্ষনী সতর্কতা নোটিশ (DC Dinajpur) ফেসবুক পেইজে জারি করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এবিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল 01713-201685 থেকে খানসামা উপজেলার নির্বাহী অফিসারের সিএ এর কাছে ফোন কল যায়। তার কাছে কিছু আবদার জানান কোলকারি। কথাবার্তার ধরনে ভিন্নতা সন্দেহজাগে ওই অফিস সহকারির। মাস দুয়েক আগে সচিব পরিচয়ে একজন ফোন করে বিভিন্ন ধরনের এপ্রোচ করেছিল। তবে ফোনকারির কথাবার্তার ধরনে সচিবের মত আচরন ছিলনা। একথা বলায় কোলকারি কড়া ়কথা শুনিয়েছিল।
খানসামার ঘটনা জানার পর ব্যবস্হা নিতে পুলিশ সুপার এবং গ্রামীণফোনের সেবা সেন্টারে লিখিত অভিযোগ পেশ করেছেন তিনি। অফিশিয়াল মোবাইল নম্বর হ্যাক অথবা ক্লোন করে প্রতারনার চেষ্টা চালাচ্ছে প্রতারক চক্র।
সবাইকে সতর্ক করতে জেলা প্রশাসকের ফেসবুক পেইজে দৃষ্টি আকর্ষনী পোষ্ট দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে কোথাও কেউ প্রতারনার শিকার হয়েছে কিনা, তা কেউ তাকে জানাননি।