close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত ৫

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত পনের জন আহত হয়েছে।..

 

শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত দের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর  আরও দুইজন মারা যান।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী। অপরজন আমিনুল ইসলাম (৩৫)।

 ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাবিল পরিবহনের বাসটি পঞ্চগড় থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ঘোড়াঘাটে নুরজাহানপুর নামক এলাকা অতিক্রম করার সময় একটি দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহতরা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली