দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনোর প্রাণহানি

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
খানসামা এবং বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের প্রাণহানি ঘটেছে।

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরে খানসামা এবং বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।

সকাল টার দিকে বীরগঞ্জের সাতোর ইউনিয়নের দলুয়া দক্ষিণ প্রাণনগর গ্রামে বৈদ্যুতিক মটর চালু করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দিনোমোহন রায় (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে
দিনোমোহন রায় (৪৫) বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাটিয়া দিঘী গ্রামের মৃত মুকুন্দু বর্মনের ছেলে।

স্থনীয়রা জানান ,সাতোর ইউনিয়নের দলুয়া এলাকার মৃত সুন্দর আলী ব্যপারীর ছেলে খোকন মিয়ার বাড়িতে দীর্ঘ ১৪ বছর ধরে কৃষি জমিতে শ্রমিকে কাজ করে আসছিলো দিনোমোহন রায়।  সেচের প্রয়োজন বৈদ্যুতিক মটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে তারা।

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, সংবাদ পেয়ে উপ পরিদর্শক দেবাশীষ রায়কে দুর্ঘটনাস্হলে পাঠিয়ে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে খানসামার ২-নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দারবাজার সংলগ্ন রাসকালী মন্দিরে ২৪ প্রহরব্যাপি হরিবাসরের আজ বৃহস্পতিবার শেষ দিনে  ভোর ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 
 জীবন রায় (৩০) বৃন্দার বাজার সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের বড় ছেলে। তার তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, হরিবাসর চলাকালে গ্যারেজে রাখা মোটরসাইকেলের হেলমেট আনতে গিয়ে  অসাবধানতাবশতঃ বিদ্যুবাহী তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। তাকে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেছেন জরুরী বিভাগের চিকিৎসক। 

রাসকালী হরিবাসর কমিটির সভাপতি প্রদীপ রায় জানান, ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের শেষ পর্যায়ে, ভোরবেলায় গ্যারেজের ভেতর হেলমেট আনতে গিয়ে জীবন রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

 শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন থাকাতে আহ্বান জানিয়েছেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। 

###

没有找到评论


News Card Generator