close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ জনের কারাদণ্ড।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান।..

অভিযানকালে ২টি কম্পিউটার দোকানের সত্ত্বাধিকারীকে ৪ দিনের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার(৭ মে) সকাল ১১টায় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটিএ’র অফিস ও আশেপাশের কয়েকটি কম্পিউটারের দোকান অভিযান শুরু করে দুদক। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত ২ জন হলেন, ফাতেমা কম্পিউটারের সত্ত্বাধিকারী আবেদিন হাসান ও ফারুক কম্পিউটারের সত্ত্বাধিকারী মুন্না ইসলাম।

দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, অভিযানকালে কম্পিউটার দোকানগুলোতে বিআরটিএ’র সিলমোহর যুক্ত বেশ কিছু কাগজপত্র পাওয়া যায়। কাগজগুলো বিআরটিএ অফিসে থাকার কথা। তাদের দুইজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, বিআরটিএ’র থেকে কয়েক মাসের কাগজ চেয়েছি। কাগজপত্র যাচাই করে দুদক কমিশনে পাঠানো হবে। এই চত্বরটিকে দালাল মুক্ত ঘোষণা করা হলো। 

Hiçbir yorum bulunamadı


News Card Generator