দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) দুটি বিতর্কিত নির্বাচন ছাড়া আসনটি সব সময় দখলে ছিল আওয়ামী লীগের একজন প্রার্থীর কাছে। মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এ আসনে পরপর আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারও নেই আওয়ামী লীগের নির্বাচনে আসাও অনিশ্চিত। কাজেই এই আসনটিতে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মধ্যে যে গ্রুপ তৈরি করেছেন তারা যদি মনোনয়ন চূড়ান্তের পর এক হয়ে কাজ করতে পারেন তাহলে বিএনপির ঘরেই উঠবে এই আসনটি।
তবে আগে থেকেই চূড়ান্ত হওয়া জামায়াতের প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা তরুণ ও নতুন এবং বয়স্ক ভোটারদের টার্গিট করে এগিয়ে যাচ্ছেন। এ আসনে এবার নতুন ভোটার হয়েছেন ১৪ হাজার ১৬৪ জন। যার মধ্যে পার্বতীপুরে ৯ হাজার ৮৩৯ ও ফুলবাড়ীতে ৪ হাজার ৩২৫ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মোট ৪ লাখ ৭৯ হাজার ১৩৯ ভোটারের মধ্যে পার্বতীপুর ৩ লাখ ২ হাজার ৯২ ও ফুলবাড়ী ১ লাখ ৫৯ হাজার ৪৭ জন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।