close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বো মা হাম লার হু মকি! এক সপ্তাহ স্থগিত আইপিএল, আ তঙ্কে ক্রিকেটবিশ্ব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হুমকি ইমেইল ঘিরে তোলপাড় দিল্লি, আইপিএল বন্ধের সিদ্ধান্ত নিল বিসিসিআই — ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তেজনায় ম্যাচ বাতিল, স্টেডিয়ামে চলছে নিরাপত্তা অভিযান।..

ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘিরে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা ও আতঙ্ক। আজ শুক্রবার সকালে একটি ইমেইলে স্টেডিয়ামটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, যা সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। ইমেইলটি পেয়ে নড়েচড়ে বসে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। টাইমস অব ইন্ডিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।

তিনি জানান, “আজ সকালে আমরা একটি হুমকির ইমেইল পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমরা সেটি দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছি। তারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইতিমধ্যে অরুণ জেটলি স্টেডিয়ামে নিরাপত্তা যাচাই ও পরিদর্শন সম্পন্ন করেছে।”

এ ঘটনার প্রেক্ষিতে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়াম। যদিও এই মাঠে ১১ মে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল, তবে সেই সম্ভাবনা আপাতত নেই। কারণ আজই আইপিএল ২০২৫-এর বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


 আইপিএল স্থগিতের পেছনে যুদ্ধোন্মত্ত পরিস্থিতি

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনা এই হুমকির প্রেক্ষাপট আরও ভয়াবহ করে তুলেছে। গত কয়েক দিনে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের জবাবি অভিযানে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালানো হয়। উত্তরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান, যার ফলে সীমান্তে সংঘর্ষ চরমে পৌঁছেছে।

এই নিরাপত্তা ঝুঁকির মধ্যেই গতকাল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন পাকিস্তানের মিসাইল হানা শুরু হলে ম্যাচটি প্রথম ইনিংসের মাঝপথে বাতিল করা হয়। খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিতে ধর্মশালা ও আশেপাশের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর বাসে করে তাদের জালন্ধরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ট্রেনে দিল্লিতে পৌঁছানো হয়।


 বিসিসিআই’র জরুরি ঘোষণা

ঘটনার পর আজ শুক্রবার বিকেলে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এক বিবৃতিতে জানান, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আমরা টাটা আইপিএল ২০২৫-এর বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করছি। পরিস্থিতির পূর্ণ মূল্যায়নের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে পরামর্শ করে নতুন সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।”

এমন সময়ে হুমকির ইমেইল আসা এবং তার সঙ্গে যুদ্ধাবস্থা—ভারতের ক্রিকেটে এক অস্থির সময় নিয়ে এসেছে। রাজধানী দিল্লি জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, স্টেডিয়ামের ভেতর ও বাইরে মোতায়েন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স।


 হুমকি কাদের পক্ষ থেকে?

যদিও এখন পর্যন্ত এই হুমকির পেছনে কোনো গোষ্ঠী বা ব্যক্তির নাম জানা যায়নি, তবুও গোয়েন্দা সংস্থাগুলো হুমকির ধরন দেখে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা সম্ভাবনার কথাই বলছে। দিল্লি পুলিশের একটি বিশেষ ইউনিট ইমেইলটির উৎস খুঁজে বের করতে ইতোমধ্যে সাইবার তদন্ত শুরু করেছে।


 

আইপিএল মানেই কোটি মানুষের উৎসব, অথচ এখন সেই উৎসব রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছে। একদিকে হুমকি, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি—সব মিলিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এখন একটি নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। ক্রিকেট ভক্তরা চেয়ে আছে, কবে আবার মাঠে গড়াবে বল। তবে আপাতত সেই অপেক্ষা একটু দীর্ঘই হতে চলেছে।

Комментариев нет