close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার ডিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিন শ্রীপুর কুশুলিয়া (ডিকে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল '২৫) সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সেক্রেটারী শেখ নাজমুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, কাজী তৌহিদ, ডাঃ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, প্রাক্তন ছাত্র কাজী ওয়ালিদ হোসেন শান্ত প্রমুখ। এসময়ে স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। 

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা।

没有找到评论