close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডিগ্রী ৩য় বর্ষের ভর্তি ফি কমানোর দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
ভর্তি ফি কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরের সুসং সরকারী মহাবিদ্যালয়ের ২০২০-২১ সেশনের
ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থীরা  মানববন্ধন করছে।  রবিবার দুপুরে কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন  কর্মসূচি প..
 
 
 
 
 
 
মানববন্ধন বক্তব্যে রাখেন ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থী নূর আলম, জহির রায়হান, সুরাইয়া সুলতানা স্বর্না, 
সাথী আক্তার, সোহেল, সাগর  প্রমুখ। 
 
শিক্ষার্থী নুর আলম ও জহির রায়হান বলেন,  একটা সরকারী কলেজে কেনো বেসরকারী কলেজের মত ভর্তি ফি দিতে  হবে। আমরা এখানে আজ যোক্তিক দাবি নিয়ে মানববন্ধন করছি। অন্য সব কলেজে  ১ হাজার থেকে ১২ শত টাকা ভর্তি ফি নিচ্ছে কিন্ত আমাদের কলেজে নেওয়া হচ্ছে ১৯৪০ টাকা। এ বৈষম্য কেনো অন্য সব সরকারী কলেজের মত আমাদের কলেজের ভর্তি ফি নেওয়া হোক আমাদের দাবি এটা। 
 
আরেক শিক্ষার্থী স্বর্না ও সাথী আক্তার বলেন, আমরা কৃষক পরিবারের সন্তান।  আমাদের পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না৷ বিবিধ সহ খন্ডকালীন শিক্ষকদের ফি আমরা কেনো দিবো। আমরা সরকারী কলেজে পড়তে আসছি সরকারী ফি ছাড়া বাড়তি ফি কেনো দিবো।  কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের দাবী ভর্তি ফি কমানোর৷ 
 
মানববন্ধন শেষে ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বরে  বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি  দেন শিক্ষার্থীরা।
 
لم يتم العثور على تعليقات