সোমবার (৭ এপ্রিল) সকাল ১০.০০ ঘটিকায় দীঘিনালার মুসলিম উম্মাহ সহ সর্বস্তরের জনগণ দীঘিনালার হলুদ চত্বরে দখলদার ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীসহ ছাত্র জনতা বোয়ালখালি বাজারে এসে একত্রিত হন। পরবর্তীতে 'নেতানিয়াহুর গালে গালে, জুতা মারো তালে তালে', 'ফিলিস্তিনের মুক্তি চাই', 'তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন' স্লোগানে মিছিল নিয়ে হলুদ চত্বরে সংগঠিত হন। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মো.আশরাফুল সহ দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদ, বোয়ালখালী বাজার জামে মসজিদ, হাচিনসনপুর জামে মসজিদ ও বাঙালিপাড়া জামে মসজিদের ইমামগণ।
বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো.আশরাফুল জাতিসংঘ ও সকল আন্তর্জাতিক মহলের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর তান্ডব বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জনান। এছাড়াও অন্যান্য বক্তারা গাজাবাসীর উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা, নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা জানান। বোমা বর্ষন করে গাজাবাসীকে হত্যার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুসিয়ারি দেন। পৃথিবীর সকল মানুষকে গাজাবাসীর পাশে দাড়াতে বলেন এবং ইসরায়েলের এই নিকৃষ্ট অন্যায়ের প্রতিবাদ করতে বলেন।গাজাবাসীকে হত্যার দায়ে নেতানিয়াহু’র ফাসি কামনা করেন। এছাড়া মজলুম গাজাবাসীর পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা পালন না করার জন্য মিশর, জর্ডান, কাতার, তুরস্ক ও সৌদি আরব সহ ক্ষমতাধর সকল মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশকে ইসরায়েলি পণ্য বয়কট করতে জোরালো আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশের সভাপতি হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল বক্তব্যে বলেন এই আগ্রাসন শুধু গাজাবাসীর উপর আগ্রাসন নয়, সমস্ত মুসলিম বিশ্বের মানুষের উপর আগ্রাসন। গাজাবাসীর উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। বক্তব্য শেষে গাজাবাসী সহ পৃথিবীর সকল নিপীড়িত মুসলমানের জন্য অশ্রু নয়নে মোনাজাত করেন এবং বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।



















