close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডিবি গার্লস স্কুলে নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন উন্নয়নের আওতায় তিনকক্ষ বিশিষ্ট একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন উন্নয়নের আওতায় তিনকক্ষ বিশিষ্ট একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) সকালে বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতি সরফরাজ নেওয়াজ সাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। 

এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার বিটু খান, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য সোহরাব হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রাবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সাবেক শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রানী সাহা, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হারুন অর রশিদ।

没有找到评论