close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডিবি আমাকে হুদাই ৩২ টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভিতরে: প্রত্যয়..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারকে ঘিরে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।..

সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন, “ডিবি আমাকে হুদাই ৩২ টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখাইয়া দেয়।”

এর আগের দিন, রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় এর আগে আফ্রিদির বাবা নাসির উদ্দিনকেও গ্রেফতার করা হয়।

প্রত্যয় হিরণের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার এই মন্তব্যে অনেকে সমর্থন জানালেও, সমালোচনার সুরও শোনা যাচ্ছে।

Tidak ada komentar yang ditemukan