close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধুনটে ধান মাড়াইয়ের ধুলাবালিকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে ৫ জনকে জখম..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার ধুনটে ধান মাড়াইয়ের ধুলাবালি পাশের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মথুরাপুর..

আহতরা হলেন: কৃষক সাইফুল ইসলাম (৪৫), তার ভাই আবু বক্কার (৪০), সাইফুলের ছেলে রানা মিয়া (১৮), রিফাত হোসেন (১৫) এবং আবু বক্কারের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪)।

আজ বুধবার সাইফুলের স্ত্রী রেহানা খাতুন ধুনট থানায় ইসমাইল হোসেন ও তার স্ত্রী ফিরোজা খাতুনসহ আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ধান মাড়াইয়ের সময় সৃষ্ট ধুলা ইসমাইল হোসেনের বাড়িতে ঢুকে পরিবেশের ক্ষতি করে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ও তার লোকজন সাইফুলের ওপর হামলা চালায়। সাইফুলের পরিবারের লোকজন তাকে রক্ষা করতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে, ইসমাইলের স্ত্রী ফিরোজা খাতুন দাবি করেন, ধুলায় তাদের খামারের মুরগি মারা যাওয়ার উপক্রম হওয়ায় ধান না ওড়ানোর অনুরোধ করতেই সাইফুল পক্ষ প্রথম হামলা চালায়। তার স্বামী ও সন্তানসহ তিন জন আহত হয়েছেন বলে জানান তিনি। এ ঘটনায় তারাও থানায় অভিযোগ করেছেন।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

没有找到评论


News Card Generator