তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় এসেছে রাস্তায় নামার, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু বক্তব্য দিলেই চলবে না, ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে কার্যকর করতে হবে।”
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা
বিএনপি মহাসচিব আরও জানান, ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে তার দল শিগগিরই দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে। তিনি বলেন, “আমরা রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য আমাদের প্রতিবাদ জোরদার করতেই হবে।”
সরকারের প্রতি কঠোর সমালোচনা
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, ফলে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে।”
নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “নারীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ এই বিচারহীনতার সংস্কৃতি আর মেনে নেবে না। এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।



















