সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বেড়ে যাওয়া ঘটনার প্রতিবাদে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ইডেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বকুলতলায় অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের মূল দাবি ছিল, নারী ও শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ ও নারী নির্যাতন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা দৃঢ় কণ্ঠে বলেছেন, এ সমস্যা সমাধানে রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তিগতভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে নারীরা নিরাপদে এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তারা আরো বলেন, তারা চান যে নতুন বাংলাদেশে আর কেউ ধর্ষণের শিকার হবেন না। একই সাথে শিক্ষার্থীরা একে অপরকে আহ্বান জানান, তারা একসঙ্গে আন্দোলন করবে, রাজপথে থাকবে এবং দেশের কল্যাণে কাজ করবে।
ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের নৈতিক অবক্ষয়, আইনের শিথিল প্রয়োগ এবং নারী নিরাপত্তার অভাবকে তুলে ধরছে। অপরাধীরা শাস্তির মুখোমুখি হচ্ছে না, ফলে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।"
আরেক শিক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, "অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নারীরা ঝুঁকির মধ্যে থাকেন। আবার অনলাইনেও নারীদের হেনস্তা করার প্রবণতা বাড়ছে, যা পরবর্তীতে বড় অপরাধে রূপ নেয়। নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত। আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছেন কিন্তু কাজের বেলা শূন্য। তাই আমরা রাস্তায় নেমে এসেছি। অবিলম্বে রাষ্ট্রকে দায়বদ্ধতা নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
এছাড়া, ঢাকা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে সরকারের প্রতি ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			