ধর্ষন চেষ্টার অভিযোগ এনে মামলা আমতলীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন..

MD .KHALED MOSHARRAF SHOHEL SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL SHOHEL
জেলা প্রতিনিধি , বরগুনা ॥

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের বিরুদ্ধে ফাতিমাতুজ জোহরা মৈতি নামে এক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে গত সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট..

 

জেলা প্রতিনিধি , বরগুনা ॥

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের বিরুদ্ধে ফাতিমাতুজ জোহরা মৈতি নামে এক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে গত সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।

মামলাটি হয়রানী মুলক দাবী করে তা প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল ও বিএনপির নেতা কর্মীরা। মানববন্ধনে সহা¯্রাধিক নেতা কর্মীরা অংশগ্রহন করে।

বক্তারা মৈতিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক বলে দাবী করেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ফাতিমাতুজ জোহরা মৈতি বাদী হয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন। আমতলী উপজেলা ছাত্রদল আহবায়ক মো. সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার,

উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদল আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক রাজিব মৃধা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস প্রমুখ।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সোয়েবুল ইসলাম বলেন,ফাতিমাতুজ জোহরা মৈতি মূলত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার উপ-ছাত্র বিষয়ক সম্পাদক । ৫ আগস্টের পর ভোল পাল্টিয়ে রাতা রাতি তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেত্রী সেজে এখন তিনি আমতলী উপজেলা শাখা ছাত্রদলের ত্যাগী নেতা সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে তাকে হয়রানি করছে।

আমরা আজকের এই মানবন্ধন কর্মসূচীর মধ্যে দিয়ে তার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহার দাবী করছি। বিএনপির যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম টারজন বলেন, ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার ছদ্মাবরনে মৈতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তথা আওয়ামীলীগের এজেন্ডা বাস্তাবায়ন করছেন।

আমরা বিএনপির পক্ষ থেকে এই ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার দাবী করছি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বলেন, আমার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার যে মামলা দায়ের করেছে তা সম্পূর্ন মিথ্যা এবং ষড়যন্ত্র মূলক।

সামাজিক ভাবে আমাকে হেয় করার জন্য এই মামলা করা হয়েছে। আমি এই মামলা প্রত্যাহার দাবী জানাই। তিনি আরো বলেন, ফাতিমাতুজ জোহরা মৈতি ফ্যাষিস্ট আৗয়ামীলীগের এজেন্ড বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। মামলার বাদী ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আমার যা বলার তা মামলায় বলেছি।

আশা করি পুলিশী তদন্তে প্রমানিত হবে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, মামলা নথি হাতে পেয়েছি। আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy