সত্যজিৎ দাস:
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তাঁর পরিবার। ৮৯ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে ও অভিনেত্রী ঈশা দেওল।
ঈশা সামাজিক মাধ্যমে লেখেন,“মিডিয়া অতিরিক্ত উৎসাহী হয়ে ভুয়া খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল আছেন ও সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। পাপার দ্রুত আরোগ্যের জন্য ধন্যবাদ।”
অন্যদিকে, অভিনেত্রীর মা ও সংসদ সদস্য হেমা মালিনী এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, “যা ঘটছে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তাঁর সম্পর্কে এমন মিথ্যা সংবাদ ছড়ানো অমানবিক। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন।”
গত ১ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে,মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কয়েকটি সংবাদমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হলে দেশজুড়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরিবারের নিশ্চিত বার্তার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোটি ভক্ত।
ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ধর্মেন্দ্র উপহার দিয়েছেন শোলে,চুপকে চুপকে,ধরম বীর*, সত্যকাম এবং ফুল ঔর পাথর-এর মতো কালজয়ী সিনেমা। বয়সের ভার পেরিয়েও তিনি দর্শকদের মুগ্ধ করেছেন রকি অউর রানি কি প্রেম কাহানি (২০২৩) ও তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া (২০২৪)-এ দুর্দান্ত অভিনয়ে।
ধর্মেন্দ্রকে আগামীতে দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ইক্কিস ছবিতে,যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ডিসেম্বরে- যা হতে পারে এই কিংবদন্তির শেষ পর্দা-অভিনয়।
বলিউডের “হি-ম্যান” খ্যাত ধর্মেন্দ্রর জন্য এখনো দেশজুড়ে প্রার্থনা চলছে-ভক্তদের একটাই চাওয়া, প্রিয় তারকা দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন আলোয় ভরা মঞ্চে।



















