close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধর্ম উপদেষ্টা ড. খালিদ: ‘দেশ কোনো দলের ইজারা নয়, সংস্কারের পথে এগোচ্ছে’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি,’ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি দেশকে একক কোনো রাজনৈতিক দলের মালি
এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি,’ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি দেশকে একক কোনো রাজনৈতিক দলের মালিকানার ধারণা থেকে বের হয়ে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার কথা বলেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ড. খালিদ হোসেন বলেন, ‘দেশে ১৬ থেকে ১৭ বছরের পুরোনো সমস্যার জঞ্জাল মাত্র কয়েক মাসে সাফ করা সম্ভব নয়। তবে আমরা ইতোমধ্যেই সংস্কার কাজ শুরু করেছি। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। আশা করছি, আগামী মার্চের মধ্যেই রাষ্ট্রীয় সংস্কার কাজ শেষ করা সম্ভব হবে।’ সভায় তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ‘যাকাত সঠিকভাবে বিতরণ করা হলে দেশে কোনো দারিদ্র থাকবে না,’ উল্লেখ করে তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না। যাকাত যদি যথাযথভাবে ব্যবস্থাপনা করা যায়, তবে আগামী ১০ বছরের মধ্যেই দেশে কোনো ভিক্ষুক থাকবে না।’ ইসলামিক রিসার্চ সেন্টারের বার্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মীয় নেতারা। তারা সমাজে ন্যায্যতা ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে যাকাতসহ ইসলামিক অর্থনীতি ব্যবস্থার বাস্তবায়নে একমত পোষণ করেন। সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধর্মীয় ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের ওপর জোর দিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ তিনি সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি দারিদ্র্য বিমোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশের অগ্রগতির জন্য পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Nessun commento trovato


News Card Generator