ধর্ম যার যার, রাষ্ট্র সবার  এখানে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না নির্বাচনী গণসংযোগে পিনাক চৌধুরী..

Abdus Sattar avatar   
Abdus Sattar
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী গণসংযোগে অংশ নিয়ে এলাকাবাসীর প্রতি উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন..

 

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী গণসংযোগে অংশ নিয়ে এলাকাবাসীর প্রতি উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

 সোমবার ১৭ নভেম্বর সন্ধ্যায় বিরল উপজেলার ৮ ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর শালপাড়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ সভায় তিনি বলেন, “আমাকে একবার বিশ্বাস করে ভোট দিন। আমি আপনাদেরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ উপহার দেব। এই এলাকায় হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতি ও শান্তিতে বসবাস করছে। প্রতিটি নাগরিক তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে এ অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—দেশ সবার। এখানে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না।

বিএনপির ৩১ দফার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ঘোষিত এই রূপরেখায় সাধারণ মানুষের অধিকার সুরক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নতুন, আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার রয়েছে। আগামী বিএনপি সরকার গঠন করতে পারলে দেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। স্থানীয় ধর্মীয় সম্প্রীতির কথা তুলে ধরে সাদিক রিয়াজ চৌধুরী বলেন, হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করছে। এই সম্প্রীতির বন্ধন নষ্ট করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এই দেশে কারো সঙ্গে কেউ বৈরিতা সৃষ্টি করতে পারবে না। ঐক্য, শান্তি ও উন্নয়নই হবে আমাদের মূল ধারা।”

ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সভার শুরুতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নারী পুরুষ বিএনপির এই মনোনীত প্রার্থীর হাতে ফুল উপহার দিয়ে বিএনপিতে যোগ দেয়। গণসংযোগ শেষে নেতাকর্মীরা ৮ নং ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন বাড়ি ও বাজার এলাকায় ঘুরে সাদিক রিয়াজ চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

Keine Kommentare gefunden


News Card Generator