close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের..

Nazmul hauqe Emu avatar   
Nazmul hauqe Emu
ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের..

নাজমুল:আশুলিয়া, ঢাকা | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ধনাইদ এলাকায় কিশোর গ্যাং লিডার মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই গ্যাং সদস্যদের লাগাতার অপরাধমূলক কর্মকাণ্ডে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকরা।

 

স্থানীয়দের অভিযোগ, ধনাইদের বাসিন্দা ফয়সাল (পিতা: মোঃ শামা মৃধা) কিশোরদের সংগঠিত করে একটি গ্যাং গড়ে তুলেছে। এ গ্যাং নিয়মিত মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাই, নারী নিপীড়নসহ নানা অপরাধে লিপ্ত। অভিযোগ রয়েছে, এলাকায় বিচার চাইলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বারবার ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। যারা প্রতিবাদ করে, তারাই পরবর্তীতে হয়রানির শিকার হন।

 

বিশেষ করে সন্ধ্যার পর নারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমজীবী নারীদের টার্গেট করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসীর একটাই দাবি—

“এই কিশোর গ্যাং চক্রকে অবিলম্বে ভেঙে দিয়ে ফয়সালসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

 “এটি কোনো ‘ভুল পথের কিশোর’ নয়, বরং সুপরিকল্পিত অপরাধচক্র। আজ যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আগামীকাল আরও বড় বিপর্যয় ডেকে আনবে,” — বলছেন একজন স্থানীয় মুরুব্বী।

No se encontraron comentarios