ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ধলিয়া ঈদগাহ মাঠের রাস্তায় সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
শুক্রবার (১৬ মে) সকালে ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে আয়োজিত এই বৃক্ষরোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের সম্মানিত মুসল্লীগণ, প্রবীণ মুরুব্বীয়ান, ছাত্রসমাজ ও উদ্যমী যুবকরা। সকলে মিলে পরিবেশ সংরক্ষণ ও ধর্মীয় স্থানকে নান্দনিকভাবে উপস্থাপন করার এই মহতী উদ্যোগে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ঈদগাহ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক মিলনমেলা। তাই এর সৌন্দর্য রক্ষা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।” প্রধান অতিথি নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “এই বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বর্ধনের জন্য নয়, বরং পরিবেশ রক্ষার জন্যও এক মহৎ প্রচেষ্টা। আমি ধলিয়া ঈদগাহ কমিটিকে ধন্যবাদ জানাই এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য।” আরো বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান খান রাসেল
ধলিয়া ঈদগাহ কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, মুসল্লী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক মোবারকবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।