close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

‘ঢাকেশ্বরীতে অনেকের চোখেমুখে সংশয় ছিল, আমিই কি পূজা চেরী’..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Popular actress Puja Chery stunned fans at Dhakeshwari National Temple during Durga Puja. Many were left in doubt — was it really Puja Chery in front of them?

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গোৎসবের আনন্দে মাতলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। লাল-সাদা শাড়িতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি। অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না, সত্যিই কি তিনি পূজা চেরী!

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গোৎসবের আনন্দে ভাসলেন বাংলাদেশের জনপ্রিয় তরুণ অভিনেত্রী পূজা চেরী। এবারের পূজা তিনি ঢাকায় উদযাপন করেছেন, আর সেই উদযাপনকে ঘিরে তৈরি হয়েছে ভক্তদের মধ্যে আলোড়ন। অষ্টমীর দিন থেকেই শুরু হয়েছিল তাঁর আনন্দযাত্রা। লাল-সাদা শাড়িতে সেজে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছান তিনি। ভক্তদের সঙ্গে ছবি তোলেন, সময় কাটান, আনন্দ ভাগাভাগি করেন এবং মণ্ডপের পরিবেশ উপভোগ করেন মন খুলে।

পূজা চেরী জানান, অষ্টমীর দিন থেকেই তাঁর পূজার আনন্দ শুরু হয়। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি সবার সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করেন এবং সেই মুহূর্তগুলোর ছবি সামাজিক মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। ভক্তদের প্রতিক্রিয়া ছিল বিচিত্র। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এসেছে, কেউ আবার দূর থেকে অবাক চোখে তাকিয়ে থেকেছে। অনেকের চোখেমুখে ছিল স্পষ্ট সংশয় – সত্যিই কি তিনি পূজা চেরী!

তবে এই ভক্তদের প্রতিক্রিয়া এবং উৎসবের পরিবেশ পূজা চেরীর কাছে ছিল ভীষণ উপভোগ্য। তিনি বলেন, “পুরো বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আজ বিজয়া দশমীতে রাজধানীর আরও কিছু পূজামণ্ডপে যাওয়ার ইচ্ছা আছে। পূজার সময় মাকে খুব মিস করি। তিনি আর বেঁচে নেই। মা থাকলে পূজায় আনন্দটা আরও অন্য রকম হতো।

খুলনার মেয়ে পূজা চেরীর শৈশবও জড়িয়ে আছে দুর্গোৎসবের সঙ্গে। তিনি জানান, গ্রামের বাড়ি খুলনায় হলেও তাঁর বেড়ে ওঠা ঢাকার হাজারীবাগ এলাকায়। ধুলোমাখা শৈশবে পূজা এলেই আনন্দে মেতে উঠতেন। নানা রকম পোশাক পরে বের হতেন, উপহার পেতেন, পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের মন্দিরগুলোতে ঘুরে বেড়াতেন। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্তি পেতেন। সেই শৈশবের পূজার স্মৃতিগুলো আজও তাঁকে নস্টালজিক করে তোলে।

আজও সেই ছোটবেলার মতোই পূজা চেরী পূজার সময় আনন্দে ভেসে বেড়ান। এবার ঢাকেশ্বরী মন্দিরে তাঁর উপস্থিতি ভক্তদের কাছে এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে। যদিও অনেকেই চোখেমুখে সংশয়ের ছাপ নিয়ে তাকিয়েছিলেন, তবুও পূজা চেরীর হাসি আর উপস্থিতি সবাইকে নিশ্চিত করে দিয়েছে – হ্যাঁ, তিনি-ই সেই পূজা চেরী, যাকে সবাই ভালোবাসে পর্দায় আর পর্দার বাইরে।

এই দুর্গোৎসবে ঢাকেশ্বরীতে পূজা চেরীর উপস্থিতি শুধু ভক্তদের চমকে দেয়নি, বরং স্মরণ করিয়ে দিয়েছে তাঁর সহজ-সরল, আপন করে নেওয়া ব্যক্তিত্বের কথা। পূজা শুধু একজন তারকা নন, তিনি অনেকের আনন্দের অংশ হয়ে উঠেছেন, এক অসাধারণ উৎসব মুহূর্তের সঙ্গী হয়ে।

No se encontraron comentarios


News Card Generator