close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঢাকার সাভারে অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।..

SHARIF MIA avatar   
SHARIF MIA
রিপোর্টার, শরিফ মিয়া

ঢাকার সাভারে অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর কলমা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাভারের উত্তর কলমা এলাকার আতাউর রহমানের ছেলে আশরাফুল আলম শাকিল (৩০) ও একই এলাকার মৃত কানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের উত্তর কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator