আফজল খান শিমুল :
💞💕❣️❤️💛💚💜
আজ সকাল ১১ টায় ঢাকার আগারগাওয়ে , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , ১৯ দফা আন্দোলনের পথিকৃত , স্বাধীনতার মহান ঘোষক , মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের প্রধান, সাবেক সেনা প্রধান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে পুস্পস্তক , ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নব-নির্বাচিত কমিটির সদস্যরা।
কসবা-আখাউড়া থেকে এ বিপুল পরিমান জিয়ার সৈনিকদের নেতৃত্ব দেন, কসবা-আখাউড়ার বিএনপির নব-জাগরণের অন্যতম পথিকৃত আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন ও আবুল মনসুর মিশন ।
এ সময় উপস্থিত ছিলেন , বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তারা সবাই সমস্বরে মহান রাব্বুল আলামিনের নিকট তাঁর রুহের আত্মার মাগফেরাত কামণায় ফাতেহা পাঠ ও দোয়া করেন ।