close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুলিশের অভিযান, আটক লতিফ সিদ্দিকী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।..

জানা গেছে, সকালেই ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, বিভিন্ন দল-মতের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রোগ্রাম শুরু হলে লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন, কিন্তু ড. কামাল হোসেন আসেননি। 

এ সময় ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে এবং তাদের ঘিরে ফেলে। পরে দুপুরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করার চেষ্টা করেন। এ সময় মিলনায়তনে টেবিল ভাঙা এবং কিছু অংশগ্রহণকারীর মধ্যে হৈচৈ লক্ষ্য করা যায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে।

没有找到评论