close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঢাকা-গাজীপুরবাসীর জন্য সুখবর: ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন চালু, যাতায়াত হবে আরও সহজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হলো নতুন ৪ জোড়া কমিউটার ট্রেন। এই নতুন ট্রেন সার্ভিসের মাধ্যমে যা
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হলো নতুন ৪ জোড়া কমিউটার ট্রেন। এই নতুন ট্রেন সার্ভিসের মাধ্যমে যাত্রীরা এখন আরো স্বাচ্ছন্দ্যে ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। রবিবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে নতুন এই কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পতাকা নেড়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। উদ্বোধনী দিনে গাজীপুর স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। গাজীপুরবাসীর মুখে দেখা গেছে আনন্দের ছাপ। যাত্রীদের অনেকেই মনে করছেন, এই ট্রেন সার্ভিসের মাধ্যমে গাজীপুর থেকে ঢাকার দূরত্ব ও ভোগান্তি অনেকটাই কমে যাবে। উদ্বোধনী বক্তব্যে রেলপথ উপদেষ্টা বলেন: "স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করেই এই নতুন ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে দৈনন্দিন যাতায়াত আরও সহজ এবং সাশ্রয়ী হবে।" তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ উপলক্ষে ঢাকা-নরসিংদী ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলক যাত্রা: উদ্বোধনের পর রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত নতুন কমিউটার ট্রেনে ভ্রমণ করেন। এই ট্রেনগুলো আধুনিক সুবিধাসহ মেট্রোরেলের আদলে নির্মিত। নতুন চালু হওয়া ট্রেনগুলোর বিস্তারিত: ১. তুরাগ কমিউটার ট্রেন (৪টি): তুরাগ কমিউটার-১: ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছাড়বে। এটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-২: ভোর সাড়ে ৬টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩: বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। থামবে তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে। তুরাগ কমিউটার-৪: রাত সোয়া ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। ২. জয়দেবপুর কমিউটার ট্রেন (৪টি): জয়দেবপুর কমিউটার-১: বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-২: সকাল ৭টা ১০ মিনিটে জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-৩: বেলা ১১টায় ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। থামবে তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার-৪: দুপুর সাড়ে ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনের ছুটির দিন: তুরাগ কমিউটার ট্রেনগুলো: শুক্রবার বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটার ট্রেনগুলো: শনিবার বন্ধ থাকবে। সুবিধা ও প্রত্যাশা: এই নতুন ট্রেন সার্ভিস চালুর ফলে ঢাকা ও গাজীপুরের যাত্রীরা যাতায়াতের নতুন মাত্রা অনুভব করবেন। যাত্রীদের আশা, এই ট্রেন যোগাযোগব্যবস্থা যানজট নিরসন এবং যাতায়াতের সময় কমিয়ে আনবে।
Ingen kommentarer fundet