রাজধানীতে সেবা গ্রহণের প্রক্রিয়ায় ঘুষ দাবি করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ওয়ার্ড সচিবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুদকের একটি পরিকল্পিত অভিযানে ঘুষ গ্রহণকালে ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতে-নাতে আটক করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, পূর্ব বাসাবো এলাকায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার চালুর অনুমতি নিতে গিয়ে এক ম্যানেজার ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ আনেন। তিনি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ লিখিত অভিযোগে জানান, আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে যান এবং অনুমোদনে কোনও ত্রুটি না থাকলেও ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, দাবি পূরণ না হলে ছাড়পত্র দেওয়া হবে না বলেও সতর্ক করেন সচিব। অভিযুক্ত কর্মকর্তা পূর্বেও অনুরূপভাবে সেবা গ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতেন বলে অভিযোগকারীর দাবি।
পরবর্তীতে অভিযোগকারী কৌশলে সহযোগিতা জানিয়ে দুদকের সহায়তায় একটি পরিকল্পিত ফাঁদ পাতেন। নির্ধারিত সময় ও স্থানে ঘুষ গ্রহণের সময় দুদকের দল তাকে আটক করে। অভিযানে ঘুষের অর্থসহ বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।