বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ২টায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর ঘুরে টিএসসিতে এসে শেষ হয়।
পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া মানে জুলাই গণহত্যার শহীদদের সঙ্গে প্রতারণা করা।’
শিক্ষার্থী ফাহিম বলেন, ‘আওয়ামী লীগকে ফেরানোর জন্য ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।’ আরেক শিক্ষার্থী তাবাসসুম বলেন, ‘আওয়ামী লীগের অনুশোচনা নেই, তারা ক্ষমা পর্যন্ত চাননি। অথচ তাদের নির্বাচনে ফেরানোর নানা কৌশল নেওয়া হচ্ছে।’
বিক্ষোভকারীরা জানান, ‘জুলাই-আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’ তারা হুঁশিয়ারি দেন, নিষেধাজ্ঞা কার্যকর না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
শিক্ষার্থীরা আগামী শুক্রবার বিকেল ৩টায় টিএসসিতে আরেকটি বিক্ষোভের ডাক দেন এবং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের আহ্বান জানান।