close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঢাকায় আটক লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা জেল হাজতে

Raju Mia avatar   
Raju Mia
রাজু মিয়া
লালমনিরহাট(কালীগঞ্জ (প্রতিনিধি।
১৮ এপ্রিল লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার (৫৮) কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ..

 

১৮ এপ্রিল লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার (৫৮) কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এর পূর্বে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটায় রাজধানী ঢাকার মুগদা এলাকা থেকে মুগদা থানা–পুলিশের সহায়তায় সিরাজুল হক খন্দকারকে আটক করে লালমনিরহাট সদর থানার পুলিশ। সিরাজুল হক সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। 

 

হারাটি ইউনিয়নের বাসিন্দা মনছুর আলী জানান, তিনি জীবিকার প্রয়োজনে মালেশিয়ায় শ্রমিকের কাজ করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পূর্বে ২০০৮ সালে লালমনিরহাট মিলিটারি ফার্মের পাশে ফুটপাতে ক্ষুদ্র চায়ের দোকান দিয়ে নিজেই চা তৈরি করে বিক্রি করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে আলাউদ্দীনের চেরাগ পেয়ে যায়। বনে যান রাতারাতি কোটিপতি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, লালমনিরহাট সদর থানা এলাকায় অবস্থিত মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল মজিদ মণ্ডলের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় ‘হামার বাড়ি’ ভবনে অবস্থিত বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক কার্যালয়ে হামলা–লুটপাট করার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সিরাজুল হক খন্দকারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে কিনা খোঁজ খবর করা হচ্ছে।

Nessun commento trovato