নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।
কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মিছিলে অর্থ যোগানোর অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া উভয় পক্ষের শুনানি শেষে লাভলু মোল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশির নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থ যোগানের প্রমাণ পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় লাভলু মোল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন মঙ্গলবার লাভলু মোল্লাহ শিশিরকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানান। এরপর বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহবাগ থানায় গত ১ জুন এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার দিকে শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে মিছিল করতে দেখা যায়। মিছিলকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচারের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই মিছিল ও কার্যক্রমে লাভলু মোল্লাহ অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে তাঁকে মামলার আসামি করা হয়। উল্লেখ্য, লাভলু মোল্লাহ ছাত্রজীবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।



















