close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক - ময়মনসিংহে আলী ইমাম মজুমদার..

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ, মজুদ এবং বিতরণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম ম..

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো.আবুল হাছানাত হুমায়ুন কবীর,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম,জেলা প্রশাসক মুফিদুল আলম,জেলা খাদ্য কর্মকর্তা মো.আব্দুল কাদিরসহ শেরপুর,নেত্রকোনা ও জামালপুর জেলার প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৯৩৬ মেট্রিক টন। এর মধ্যে ১ হাজার ৮৪৬ মেট্রিক টন ধান ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার ৮২৭ মেট্রিক টন, এর মধ্যে সংগ্রহ হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬২৭ মেট্রিক টন।

No comments found