close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেশে রাষ্ট্র পরিচালনায় দেশপ্রেমিক নেতৃত্বের অভাব, ৫৪ বছরে শ্রমিক-মালিক কেউই পায়নি ন্যায্য অধিকার—এই অবস্থা বদলাতে দায়িত্ব নিতে চায় বিজেপি।..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Lamenting the lack of patriotic leadership and decades of injustice to workers and owners, BJP declares its readiness to take charge of rebuilding the nation.

৫৪ বছরের ব্যর্থ রাষ্ট্র পরিচালনা মেরামতের দায়িত্ব নিতে প্রস্তুত বিজেপি — হীরা

রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রগ্রেসিভ পার্টি (বিজেপি)। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, “এই রাষ্ট্র গত ৫৪ বছরে যে ক্ষত-বিক্ষত হয়েছে, তার মেরামতের জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। আর সেই দায়িত্ব নিতে আজ আমরা প্রস্তুত।”

আজ রাজধানীর বনানীতে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির বনানী থানা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল।

নুরুজ্জামান হীরা বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মালিক পক্ষেরও নানা জটিলতা ও শোষণের শিকার হতে হচ্ছে। কোনো সরকারই শ্রমিক এবং মালিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি। আমরা বিশ্বাস করি, এই ব্যবস্থার পরিবর্তন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বেই সম্ভব।”


 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব হাসনাইন হাওলাদার, ঢাকা মহানগর উত্তর বিজেপির আহ্বায়ক খোকন সরকার, যুব সংহতির বাশার ফরাজী, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ ইব্রাহীম এবং ছাত্র সমাজের মশিউর রহমান জিসানসহ অন্যান্য নেতারা।

তারা বলেন, “জনগণের ধৈর্য্যের সীমা অতিক্রম করেছে। প্রতিটি খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষতার ছাপ। এখনই সময় নতুন নেতৃত্বের উত্থানের।”


 

বক্তারা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে “দূরদর্শী, আধুনিক চিন্তাশীল ও সাহসী নেতা” হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠনের কাজ শুরু করা উচিত।

হীরা বলেন, “পার্থ ভাইয়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তা আমরা ইতোমধ্যেই দেখেছি। তার মতো সাহসী নেতা হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে, দেশ এগিয়ে যাবে। আগামী দিনের রাষ্ট্র নিরাপদ থাকবে তার হাতেই।”


 

সভায় বক্তারা আরো বলেন, আজকের এই কর্মসূচি একটি বার্তা—বাংলাদেশে আর কোনো আপস নয়, পরিবর্তনের জন্য শক্ত হাতে নেতৃত্ব প্রয়োজন। এবং সেই নেতৃত্ব দিতে বিজেপি ও এর অঙ্গ সংগঠনগুলো সম্পূর্ণ প্রস্তুত।

Keine Kommentare gefunden