close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দেশে রাজনীতির কূটকৌশল নীতির সর্বোচ্চ প্রয়োগ চলছে , গোলাম মাওলা রনি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজনীতির নামে চলছে কূটকৌশলের ভয়াবহ চক্রান্ত। সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে থামাতে মরিয়া বিএনপিবিরোধীরা—জানালেন গোলাম মাওলা রনি। উঠে এল ভয়ংকর বাস্তবতা।..

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসরে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র নয়। দৃশ্যত আমরা একে অপরের বন্ধু হলেও, বাস্তবে পেছন থেকে বিশ্বাসঘাতকতার চাকু চালানো এখন যেন রাজনৈতিক সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে। এই প্রাগৈতিহাসিক কৌশল আজ আমাদের রাষ্ট্রব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে।"

তিনি বলেন, "এই দেশে এখন রাজনীতি মানে প্রতারণা, মিথ্যাচার আর চক্রান্তের বিষাক্ত মিশেল। যেসব মানুষ ভালো কিছু করতে চায়, তাদের পথ আটকে দেওয়া হয়। যারা চক্রান্তে পটু, তারাই রাজনীতিতে জায়গা করে নিচ্ছে।"

রনি তুলনা টেনে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও সাধারণ মানুষ ছোট রুমে কষ্ট করে থাকেন। কিন্তু সেখানকার মানুষগুলো নিরাপদ, সম্মানিত জীবনযাপন করেন। তাই তারা বাংলাদেশে ফেরার কথা ভাবেন না।"
তিনি বলেন, "ওইসব দেশে পুলিশ, কোর্ট ও প্রশাসন সব শ্রেণির মানুষের প্রতি সমান আচরণ করে। রাষ্ট্রপতি থেকে শুরু করে জুতো পলিশ করা মানুষ—সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। অথচ আমাদের দেশে আইনের প্রয়োগ নির্ভর করে কার বিরুদ্ধে আইন প্রয়োগ হচ্ছে।"

তিনি স্পষ্ট বলেন, "লন্ডনে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চুরি হয়, তা বাংলাদেশে এক বছরেও হয় না। তবুও আমরা আতঙ্কে থাকি, কারণ এখানে নিরাপত্তা নেই, ভরসা নেই। রাজনীতির মুনাফিকি চরিত্র আমাদেরকে সেই অবিশ্বাস আর অরাজকতার চরমে এনে ফেলেছে।"

তিনি আরও বলেন, "রাজনীতির কৌশল এখানে বিশ্বাসঘাতকতায় রূপ নিয়েছে। মানুষ এখন সামনে যাকে দেখে হাসে, পেছনে তাকেই ঘায়েল করার জন্য ছুরি শান দেয়। এই প্রবণতা খুবই ভয়ংকর এবং তা আমাদের রাষ্ট্রকে দিনকে দিন দুর্বল করে দিচ্ছে।"

তারেক রহমান প্রসঙ্গে রনি বলেন, "বর্তমানে রাজনীতির সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। মানুষ ধরে নিচ্ছে—তিনি যদি আসেন, প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তাঁকে ঠেকাতে যা করা হচ্ছে, তা নজিরবিহীন। তাঁর সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়াকে ভয় পেয়ে নানা অপপ্রচার, কৌশল, পরিকল্পনা সাজানো হচ্ছে। এ রকম ছুটোছুটি আওয়ামী লীগের শাসনামলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেখা যায়নি।"

তিনি বলেন, "নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপিকে ঠেকাতে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নানা বাধা তৈরি করা হচ্ছে। বিএনপিকে শেষ পর্যন্ত এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেন তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়ে ক্ষমতার বাইরেই থেকে যায়। আর এই খেলায় ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রের সব উপাদান—প্রশাসন, মিডিয়া, কৌশলী দালালচক্র।"

রনি বলেন, এই মুহূর্তে দেশে এমন এক অস্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না। সবাই কেবল ষড়যন্ত্রে ব্যস্ত। আর এই সংস্কৃতিই ভবিষ্যতের জন্য ভয়াবহ বার্তা বহন করছে।

গোলাম মাওলা রনির এই মন্তব্য শুধু একজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক নির্মম বাস্তব চিত্র। সামনে নির্বাচন—আর সেই নির্বাচন ঘিরেই চলছে ক্ষমতা দখলের নিষ্ঠুর খেলা, যার শিকার হতে পারে গোটা জাতি। এখন সময় প্রশ্ন তোলার: রাজনীতি কি মানুষের কল্যাণের জন্য, নাকি এটি শুধু কূটকৌশল আর বিশ্বাসঘাতকতার প্রতিযোগিতা?

No comments found


News Card Generator