close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দলের একধাপ, আরেক ধাপ ফিরবে রাতে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোর থেকে দুবাই হয়ে আজ সোমবার (২ জুন) সন্ধ্যায় সাড়ে ৬ টাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা। 

কেউ কি ভেবেছিলো? সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই প্রথমবারের মতো সিরিজ হারতে হলো লিটন বাহিনীর। আমিরাতের বিপক্ষে দুঃস্বপ্নের সিরিজ হারের ক্ষত নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে যায় বাংলাদেশ। সেখানেও ধবলধোলাই হয় তারা। টানা দুই সিরিজ হারের গ্লানি নিয়ে আজ দেশে ফিরলো দল। 

ভারত পাকিস্তান যুদ্ধের কারণ ও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে বাংলাদেশ দল গিয়েছিল দুই ধাপে৷ ফিরছেও দুই ধাপে। এক ধাপ আসলেও আরেক ধাপ অবতরণ করার কথা রাত সাড়ে এগারোটায়। বিকেল সাড়ে ৬টায় প্রথম ধাপে দেশে এসেছেন অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারীসহ বেশ কয়েকজন।

Nema komentara


News Card Generator