close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলমান, বিএনপিকে দুর্বল করতে চক্রান্ত চলছে , সালাম পিন্টু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Vice Chairman Salam Pintu claims conspiracies against the party and the nation are still ongoing, urging all to stay united and alert to protect sovereignty.

বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম পিন্টু বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এখনও ষড়যন্ত্র চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র এখনো থেমে নেই। অতীতের মতো এখনো নানা কৌশলে আমাদের বিপর্যস্ত করার চেষ্টা চলছে।”

গতকাল শনিবার (১২ জুলাই) রাতে টাঙ্গাইল ক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “চক্রান্তকারীরা যেন কোনোভাবেই সফল না হয়, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। জনগণের সম্পদ যেন জনগণের কাছেই থাকে, এটা নিশ্চিত করতে হবে। আমরা কেউ যেন নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদে না পড়ি।

তিনি আরও বলেন, একটা সময় মানুষ বিশ্বাস করত বিএনপি আর ক্ষমতায় আসবে না। কিন্তু সেই সময়ও জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপিকেই ক্ষমতায় এনেছিল এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের জন্য কাজ করতে চাইলেও একের পর এক চক্রান্ত ও মিথ্যা মামলার মাধ্যমে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছে।

সালাম পিন্টু তাঁর বক্তব্যে ১৯৯১ সালের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, তখনও অনেকে বিশ্বাস করেনি বিএনপি ফিরে আসবে। কিন্তু জনগণের শক্তি এবং বিশ্বাসই বিএনপিকে ফিরিয়ে এনেছিল। সেই ইতিহাস আবারও রচিত হবে।

বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। আমার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আমি মাথা নত করিনি। আজও বিএনপি তথা জনগণের অধিকার আদায়ে আমি লড়ছি।

তিনি দাবি করেন, এই দেশের ছাত্র, কৃষক, শ্রমিকসহ সাধারণ জনগণ কখনোই অন্যায় মেনে নেয়নি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শহীদ জিয়াউর রহমানের মতো তারেক রহমানও জনগণের নেতায় পরিণত হবেন এবং দেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন—জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, এবং টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খন্দকার সাঈদ আল খালিদ সোপান। উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্লাবের অন্যান্য সদস্য, বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

শেষে সালাম পিন্টু বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি আবারও ক্ষমতায় আসবে—এই বিশ্বাস নিয়েই আমাদের কাজ করে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি