close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেশ ছাড়লেন হামজা চৌধুরী ও সমিত সোম

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জাতীয় দলের দায়িত্ব শেষে নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন হামজা চৌধুরী ও সমিত সোম৷ দেশ ছাড়ার আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দ্যেশ্যে ধন্যবাদ ও বিশেষ বার্তা দিয়ে গেছেন হামজা।..

আজ বুধবার সকাল পৌনে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একই ফ্লাইটে ঢাকা ছাড়েন হামজা ও সোম। হামজার গন্তব্য ইংল্যান্ড হলেও সমিত যাবেন কানাডায়। রাতে ৪ টার দিকে হোটেল ছাড়েন তারা। হামজার বাবা-মা আজই আরেকটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

বাংলাদেশের ভক্তদের প্রতি মুগ্ধ হয়েছেন হামজা। নিজের ফেসবুকে পেইজে দেয়া এক স্ট্যাটাসে হামজা লিখেছেন ‘আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশা আল্লাহ আমরা খুব শিগগির যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো! ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে তোমাদের সঙ্গে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এইবারের উইন্ডোতে হামজা খেলেছে দুটি ম্যাচ ই। ভূটানের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছেন গোল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে দলকে জেতাতে পারেননি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে। 

Ingen kommentarer fundet