close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেবহাটায় ইউএনও’র অভিযানে ক্যামিক্যাল মেশানো ৭০ ক্যারেট আম জব্দ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

দেবহাটায় ইউএনও’র অভিযানে ক্যামিক্যাল মেশানো ৭০ ক্যারেট আম জব্দ

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা)

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ক্যামিক্যাল মেশানো ৭০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ২টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মোঃ আসাদুজ্জামান নিজেই অভিযান পরিচালনা করেন। ট্রাকে করে আম পরিবহনের সময় সেগুলো আটক করা হয়। পরে জব্দকৃত আম জনসম্মুখে দেবহাটা ফুটবল মাঠে নিয়ে গিয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “ক্যামিক্যাল মিশিয়ে ফল পাকানো বা বাজারজাতকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে আম ব্যবসায়ীদের নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যদি তা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন পন্থায় আম পাকানো বা বাজারজাতকরণের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।

Комментариев нет


News Card Generator