দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম বারের মতো আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার (২৫ ও ২৬ মে '২৫) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহনকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ভোট প্রদান ও মতামত দেন।

কর্মশালায় দেবহাটা এপি’র ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা সুশীলনের প্রোগাম ম্যানেজার মামুন হোসেন, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোৎন্সা বালা, নিলাদ্রী বিশ্বাস সহ খুলনা ও পাইকগাছা এপি’র টেকনিক্যাল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুবাস মন্ডল।

উল্লেখ্য যে, আগামী ২০২৬ সাল থেকে ৩০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম দেবহাটা উপজেলায় কি কি কাজ করবে তার পরিকল্পনার অংশ হিসাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator