close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ

 

এস এম তাজুল হাসান সাদ,সাতক্ষীরা থেকে 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও কলম বিতরণ করেছে দেবহাটা উপজেলা তরুণ দল।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণ দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা তাতী দলের আহ্বায়ক হিরণ কুমার মন্ডল, জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন শাওন ও নিরব ইসলাম।

 

আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা তরুণ দলের সদস্য মাসুদ রানা জিতু, সাকিব হোসেন, তানভীর রহমান, সাব্বির হোসেন শান্ত, সবুজ হোসেন ও রেজওয়ান হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা তরুণ দলের নেতা মশিউর রহমান সাগর।

 

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের মনোবল বাড়ানো ও তাদের উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

Ingen kommentarer fundet