close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, দেবহাটা উপজেলা শাখার আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা তাসকিন আহমেদ শাওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু মিলনায়তন বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা তাতী দলের আহ্বায়ক হিরণ কুমার মণ্ডল, কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রাফিজুর রহমান, তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব ইসলাম, শামিম হোসেন শাওন, উপজেলা তরুণ দলের সদস্য মাসুদ রানা জিতু, তানভীর হোসেন, সাব্বির হোসেন শান্ত, সবুজ হোসেন প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের উৎসাহিত ও মনোবল বৃদ্ধি করা হয়েছে বলে জানান আয়োজকরা।

 

No comments found


News Card Generator