close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দাউ দাউ করে জ্ব'ল ছে দা বানল, গাড়ি রেখে পালাল ইসরা য়েলি রা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে আটকে পড়া গাড়িগুলো ফেলে রেখে দৌড়ে পালাচ্ছে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে।..

ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এবং এর আশপাশের এলাকাগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এমনকি বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কেও আগুন ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কে চলাচলরত অসংখ্য গাড়ি মাঝপথেই আটকে পড়ে যায়। আগুনের লেলিহান শিখা সড়কের কাছে চলে আসতেই, আতঙ্কিত ইসরায়েলি নাগরিকরা নিজের গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালান। এ ঘটনায় ধারণ করা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

দখলদার ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দাবানলের ঝুঁকিতে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) তাদের এক বিবৃতিতে জানানো হয়, একাধিক দাবানল একযোগে জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে আনতে ১১৯টি দমকল ইউনিট মাঠে কাজ করছে। পাশাপাশি সহায়তা করছে ১০টি অগ্নিনির্বাপক বিমান এবং আরও ২২টি দমকল ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

দমকল বাহিনী আরও জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৯ জনকে জীবিত উদ্ধার করেছে যাদের গাড়ি ধোঁয়ায় ঘিরে পড়েছিল। চারটি গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে, তবে সেগুলোতে কেউ ছিলেন না। ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে গত কয়েকদিন ধরে জেরুজালেম অঞ্চলে প্রবল বাতাস বইছে। এই বাতাস দাবানলের গতি ও ব্যাপ্তি আরও ভয়ংকর করে তুলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকা থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

Không có bình luận nào được tìm thấy