বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি কাতারের রাজধানী দোহা সফর করেছেন— এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি কাতার বা অন্য কোনো বিদেশ সফর করেননি। তিনি দেশেই অবস্থান করছেন এবং একাধিক জনসম্মুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যার প্রমাণ রয়েছে।”
২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশীয় কর্মসূচির বিস্তারিত উল্লেখ
জামায়াত তাদের বিবৃতিতে আমীরের ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ের কর্মসূচির বিস্তারিত প্রকাশ করে।
উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হল:
-
২৮ মে (বুধবার):
-
সকালে শাহবাগ মোড়ে দলীয় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা প্রদান।
-
বেলা সাড়ে ১১টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময় সভা।
-
বিকেলে মগবাজার কাজী অফিস লেনে গোলাম আযমের কবর ও আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত।
-
-
২৯ মে (বৃহস্পতিবার):
-
সারাদিন নিজ বাসভবনে অবস্থান করেন।
-
রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান।
-
-
৩০ মে (শুক্রবার):
-
ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ।
-
সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব।
-
দলটি জানায়, এদিনের সকল কার্যক্রমের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে।
-
-
৩০-৩১ মে:
-
রংপুর-দিনাজপুর অঞ্চলের জামায়াত নেতাকর্মীদের জন্য আয়োজিত দুইদিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য প্রদান।
-
বক্তব্যের ভিডিও ও সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
-
-
৩১ মে (শনিবার):
-
সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর রওনা দেন।
-
সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় ফিরে আসেন।
-
গুজব ছড়ানোর নেপথ্যে হীন উদ্দেশ্যের অভিযোগ
মাওলানা মা’ছুম বলেন, “আমীরে জামায়াতকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হয়েছে। এটি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ এ ধরনের অপপ্রচার সম্পর্কে সচেতন এবং সময়মতো এর যোগ্য জবাব দেবে।”