close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায়ে কোনো আইনি দুর্বলতা নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার (১১ জানুয়ারি) ড. ইউনূসের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান এই তথ্য জানান।
গত ৮ ডিসেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ খারিজ করে আদেশ দেন। সম্প্রতি প্রকাশিত এই পূর্ণাঙ্গ আদেশে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের রায়ে কোনো আইনি ত্রুটি বা হস্তক্ষেপের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। তাই, লিভ টু আপিলগুলো খারিজ করা হয়েছে।
মামলার পেছনের প্রেক্ষাপট
ড. ইউনূস গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ২০১৯ সালে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ এনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর পেছনে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন গঠন ঘিরে বিরোধ ছিল।
২০২০ সালে, এসব মামলার কার্যক্রম বাতিলের জন্য ড. ইউনূস হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট সেই আবেদন শুনে রুলসহ আদেশ দেন। পরে ২০২৩ সালের ২৪ অক্টোবর, মামলাগুলোর কার্যক্রম বাতিল করে হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে।
তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে পৃথক পাঁচটি লিভ টু আপিল করে। আদালত শুনানি শেষে আপিলগুলো খারিজ করে দেন।
আদালতে পক্ষে-বিপক্ষে আইনি লড়াই
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, ড. ইউনূসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান।
এই আদেশের ফলে ড. ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন সংশ্লিষ্ট পাঁচটি মামলা কার্যত শেষ হয়েছে। এটি তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি জয় বলে মনে করা হচ্ছে।
没有找到评论



















