close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতেই হবে: নির্বাচন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ — জেএসডি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘নির্বাচন জুনে হবে না ডিসেম্বরে—এই বিতর্কের চেয়ে বড় প্রয়োজন জাতীয় সমঝোতা ও সময়োপযোগী রোডম্যাপ,’ বলেছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার ছাড়া গণতন্..

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে শুধু সময়সূচি নিয়ে তর্ক-বিতর্ক নয়, বরং একটি জাতীয় ভিত্তিক যৌক্তিক রোডম্যাপ জরুরি—এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, "নির্বাচন জুনে না ডিসেম্বরে হবে, সেটি মুখ্য নয়। আসল প্রয়োজন হচ্ছে এমন একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী রোডম্যাপ, যা রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার করবে, বিচারপ্রক্রিয়ার গতি আনবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।"

শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে আয়োজিত জেএসডির যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

স্বপন আরও বলেন, "যদি এখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতার ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানের সম্ভাবনা ম্লান হয়ে যাবে। একতরফা রাজনৈতিক অবস্থান দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের দরকার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জাতীয় ঐক্য এবং প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা।"

 জাতীয় ঐক্য ছাড়া সংকটের সমাধান নেই: সিরাজ মিয়া

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, "এই মুহূর্তে শুধু সরকার বা কোনো একক রাজনৈতিক শক্তি নয়—সমগ্র জাতিকে নিয়েই একটি বৃহত্তর ঐক্য গঠন করতে হবে। সরকার, গণঅভ্যুত্থানের শরিক রাজনৈতিক দলগুলো এবং সমাজের সব শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে এই ঐক্য গঠনের বিকল্প নেই।"

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত রূপ পেতে হলে জাতীয় ঐক্য বাধ্যতামূলক। দেশের বর্তমান বাস্তবতায় এটি আর বিলম্ব করা যাবে না।”

নেতাদের উপস্থিতি ও মতামত

সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল ইসলাম অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, আনিসা রত্না, আবদুল মুত্তালিব মাষ্টার, এম এ আউয়াল, সুমন খান, ফারহান হাবিব এবং ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয়।

বক্তারা সবাই একমত পোষণ করেন যে, একটি সুপরিকল্পিত ও সর্বসম্মত রোডম্যাপ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বিচার ব্যবস্থার কার্যকারিতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি