close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চূড়ান্ত মুহূর্তে উত্তাল রাজনীতি: আজ রাতেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ! রাজপথে গণজোয়ারের ডাক দিলেন নাহিদ ইসলাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবিতে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে জানালেন—আজ রাতেই হবে ফয়সালা, প্রস্তুত হোন রাজপথে নামার জন্য!..

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার সঞ্চার। ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ রাতেই চূড়ান্ত ফয়সালার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ঐক্যজোটের (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক উষ্মাভরা পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার এই ঘোষণায় রাজনীতির মাঠে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। দেশের জনগণ এই টালবাহানার রাজনীতি আর চায় না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।”

তিনি অভিযোগ করেন, “যেসব অপরাধে অভিযুক্ত নেতারা জামিনে মুক্তি পাচ্ছেন, সেগুলোর প্রকৃত তদন্ত ও বিচার হচ্ছে না। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এই সরকারের ওপর আমাদের আর কোনো আস্থা নেই।”

এনসিপি নেতা তার পোস্টে আরও বলেন, “জুলাই মাসে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—যে এই খুনিদের বিচার হবে এবং মুজিববাদীরা বাংলার রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে—সেই অঙ্গীকার বাস্তবায়নের সময় এসেছে। বিচার বিলম্বিত হলে জনগণই এবার ফয়সালা করবে রাজপথে।”

তিনি সরাসরি ঘোষণা দেন:
“আমরা রাস্তায় নামতে বাধ্য হব যদি আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ আজকের মধ্যে না আসে। এবার আমরা কাউকে ছাড় দেব না। শহীদ পরিবারের পক্ষ থেকে, আহতদের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান জানাই—রাজপথে নামুন, অধিকার আদায়ের সংগ্রামে শামিল হোন।”

 রাজনীতিতে উত্তেজনা বাড়ছে

নাহিদ ইসলামের এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে—আসছে কি তাহলে নতুন গণআন্দোলনের ধাক্কা? দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যদি এই ধরনের আন্দোলন কার্যকরভাবে মাঠে নামে, তাহলে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

 অতীত প্রতিশ্রুতির কথা স্মরণ

উল্লেখ্য, গত জুলাই মাসে নাহিদ ইসলাম এবং তার সংগঠন এনসিপি একাধিকবার মিছিল-মিটিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে 'খুনি দল' হিসেবে আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। তবু এখনো সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষুব্ধ।

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে জানান, “এটা শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটা শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা। আজকের রাতেই যদি ফয়সালা না হয়, তাহলে আগামীকাল থেকেই রাজপথে দৃশ্যমান হবে আমাদের চূড়ান্ত আন্দোলন।”


 সারাংশ:

নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট—এবার কোনো ছাড় নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজপথেই হবে ফয়সালা। আজ রাতের ঘোষণা ঘিরে পুরো রাজনৈতিক অঙ্গন ও প্রশাসন রয়েছে চরম সতর্কতায়।

No se encontraron comentarios


News Card Generator