close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা কিরণ আটক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪)–কে আটক করেছে সেনাবাহিনী।..

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪)–কে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে গুলশানপাড়ায় তার নিজ বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাজমুল আরেফিন কিরণ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে কিরণের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।


আটকের পর নাজমুল আরেফিন কিরণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, থানায় হস্তান্তরের পর প্রক্রিয়া অনুযায়ী কিরণকে আদালতে সোপর্দ করা হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator