close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরীর বাবরের একনিষ্ঠ সহযোগী কে এই শাহজাহান?..

কলম সৈনিক avatar   
কলম সৈনিক
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মার্ডার মামলার আসামী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর একনিষ্ঠ সহযোগী কেই এই শাহজাহান! ৫ আগষ্ট ছাত্রআন্দোলনে যুবলীগের সাথে নিয়ে চট্টগ্রামের নিউ মার্কেট চত্ত্বরে শাহজাহানের..

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মার্ডার মামলার আসামী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর একনিষ্ঠ সহযোগী  কেই এই শাহজাহান!  ৫ আগষ্ট ছাত্রআন্দোলনে যুবলীগের সাথে নিয়ে চট্টগ্রামের নিউ মার্কেট চত্ত্বরে শাহজাহানের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো,  ছাত্রদের উপর গুলি বর্ষণ এবং হামলায় সরাসরি অংশ নেন এই শাহজাহান।  ৫ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই শাহজাহান পুলিশের গ্রেপ্তার'কে আড়াল করতে দাড়ি গোঁপ সেইভ করে ভিন্ন রুপ ধারন করে। দ্রুত তাঁকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন ছাত্র আন্দোনের নেতৃবৃন্দ 

Walang nakitang komento


News Card Generator