চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর সাধারণ সম্পাদক ও কলামিস্ট লেখক সাংবাদিক 'ওসমান এহতেশাম'কে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ সভা ও মানববন্ধনের উপক্রম। আবারও সাংবাদিকদের গণমাধ্যম দিবসের গভীর রাতে তরুন সাংবাদিক ও কলাম লেখক ওসমান এহতেশামেকে তারা খুঁজে পেলেন, ছাএ জনতার আন্দোলনের সময় দায়ের করা মামলায় একজন রিক্সা চালক রমজানকে মারধরের অভিযোগে মামলায় ৮৩ জন আসামীকে পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম না হলে ও নিরীহ একজন সাংবাদিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ৩ মে দুইটায় শতাধিক টোকাই ওনিজেদের কে বিএনপি নেতা বনিয়ে খলিল আহমেদ, ও আজিজের ইন্ধনে বাকলিয়া থানার এলাকায় তার বাসা পাঠিয়ে বেধড় মারধর, বাসায় হামলা সহ বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করে বাকলিয়া থানার পুলিশ দিয়ে গ্রেফতার করা হলো। চসাসের নির্বাহী সদস্য বলেন, কারাবন্দী সাংবাদিক চট্টগ্রাম সাংবাদিক সংস্থা চসাসের সাধারণ সম্পাদক ওশমান গনি কে মুক্তির দাবী, অবিলম্বে তাকে নি:শর্ত মুক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্টা। রাষ্ট্র পক্ষ থেকে বর্তমান সরকার যে কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দেওয়ার পরেও একজন তরুন সাংবাদিককে এভাবে মব সৃষ্টি করে তার বাসা বাড়ি তে গভীর রাতে হামলা চালিয়ে গ্রেফতার করা চরম বে আইনি এবং সাংঘর্ষিক বলে আমরা মনে করি।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली