চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের বারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ..

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, “মোটেল সৈকতের সামনের বারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে এই বার লুটপাটের শিকার হয়েছিল। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর সংস্কার করে পুনরায় চালু করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

没有找到评论