চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে, আরও দুজন আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন— রোহান (১২) ও মেজবাহ (১১)। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- সিয়াম (১০) ও সিফাত (১০)। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, বাচ্চারা পাহাড়ের পাদদেশে খেলছিল। হঠাৎ পাহাড় থেকে মাটি ধসে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসার জন্য সহায়তা করা হবে।

Nessun commento trovato